Monday, December 7, 2020

মলামারী গ্রামটাকে "শহীদ খুররম নগর" হিসেবে দেখতে চান শহীদ বীর বিক্রম শাহ মোতাসিম বিল্লাহ খুররম এলাকার সাধারন জনগন তাঁর পরিবার (আজ ১০ ডিসেম্বর)।

ছবিঃ শহীদ বীর বিক্রম শাহ মোতাসিম বিল্লাহ খুররম এর দুই ভাইয়ের সাথে তরুণরা। (২০১৮)

 
শহীদ বীর বিক্রম শাহ মোতাসিম বিল্লাহ খুররম ১৯৫১ সালের ২০ নভেম্বর তৎকালীন জামালপুর মহকুমার এই শ্রীবরদি থানার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারী গ্রামে এক সম্ভ্রান্ত প্রগতিশীল পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম শাহ মো. মোশাররফ হোসেন এবং মা বেগম ফজিলাতুন নেছা। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ১৯৭১ সালে বিএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন মোতাসিম বিল্লাহ খুররম। খুররম ১৯৭১ সালের এপ্রিল মাসে মুক্তিযুদ্ধে যোগ দেন। বেশ কয়েকটি যুদ্ধে অসীম সাহস প্রদর্শন করেন। তিনি দুভাষী হিসেবেও কাজ করতেন। তিনি দৃঢ়চেতা স্বভাবের ছিলেন।

৭ ডিসেম্বর মিত্রবাহিনীর সর্বাধিনায়ক প্রয়াত জগজিৎ সিং অরোরার সংবর্ধনা সভায় যোগদান না করে জামালপুর মুক্ত করে শান্ত হবার শপদ নিয়েছিলেন।
 
এই কৃতি সন্তান সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ভোরে জামালপুর শহরকে পাকহানাদার মুক্ত করার শেষ লড়াইয়ে অবতীর্ণ হয়ে শহরের বেলটিয়ায় সন্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। পরে তার মরদেহ উদ্ধার করে সহযোদ্ধারা পাঠিয়ে দেন গ্রামের বাড়িতে। সেখানে তাকে সমাহিত করা হয়। খুররম ছিলেন তার দলের উপদলনেতা।
 
এলাকার সাধারন জনগন এবং শহীদ বীর বিক্রম শাহ মোতাসিম বিল্লাহ খুররম এর পরিবার মলামারী গ্রামটাকে "শহীদ খুররম নগর" হিসেবে দেখতে চান।
 
তাঁর অসীম সাহসিকতা, মেধা এবং বিজয়ের নেশা সহযোদ্ধার আজও কাঁদায়। এই মহান মুক্তিযোদ্ধাকে আজ সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

No comments:

Post a Comment

আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস

আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস   মার্কিন যুক্তরাষ্ট্রে   একটি জাতীয় দিবস। ১৯৬৪ সাল থেকে প্রতি বছরের ১৫ ই অক্টোবর দিবসটি...